ভিভো - রঙ্গিলা বৈশাখ আমার
আপনার দেখা সবচেয়ে সেরা পহেলা বৈশাখের মুহূর্তের ছবি শেয়ার করুন ভিভোর সাথে! আর জিতে নিন আকর্ষণীয় পুরস্কারসহ ভিভো অফিশিয়াল পেইেজে ফিচারড হওয়ার সুযোগ !
১। আপানার সেরা বৈশাখী মুহূর্তটির ছবি তুলন। অবশ্যই ছবিটি মোবাইল ফোন দিয়ে তুলতে হবে। প্রতিযোগিতার উদ্দেশ্যে প্রদান করা ছবিতে ওয়াটারমার্ক / লোগো / ফটোট্যাগ থাকা যাবে না।
২। কনটেস্ট পোষ্টের নিচে #রঙ্গিলাবৈশাখআমার #vivoBangladesh হ্যাশট্যাগ দিয়ে ছবিটি শেয়ার করুন এবং লিঙ্ক এ ছবিসহ ইনফর্মেশন সাবমিট করুন।
লিঙ্কঃ http://bit.ly/2Da567m
লিঙ্কঃ http://bit.ly/2Da567m
৩। কনটেস্ট পোস্টটি নিজের প্রোফাইল এ #রঙ্গিলাবৈশাখআমার #vivoBangladesh ব্যবহার করে পাবলিকলি শেয়ার করুন।
৪। ভিভো বাংলাদেশ কর্তৃপক্ষ প্রতিযোগিতা এবং এর নিয়মাবলি যেকোনো সময় বাতিল বা পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে। ভিভো বাংলাদেশ অংশগ্রহণকারী প্রতিযোগীকে অযোগ্য ঘোষণা করতে পারে যদি প্রতিযোগী মিথ্যা, জাল, নকল এন্ট্রি, অসম্পূর্ণ এন্ট্রি, দুর্বোধ্য, অস্পষ্ট ছবি জমা দেয়।
৫। প্রতিযোগিতায় বিজয়ীদের তোলা ছবির প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। বিজয়ীদেরকে একটি বৈধ ফটো আইডি (এনআইডি / কলেজ আইডি / ইউনিভার্সিটি আইডি) এর স্ক্যান করা কপি ২৪ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
৬। ভিভো বাংলাদেশ সমস্ত সংগৃহীত ছবির অধিকার সংরক্ষণ করবে।
৭। বিজয়ী নির্বাচিত হবে লটারির মাধ্যমে ।
- ৩ জন বিজয়ী নির্বাচন করা হবে এবং ১০ টি সেরা ছবি ভিভো অফিসিয়াল পেইজে শেয়ার করা হবে ।
- ছবি পোস্ট করার শেষ তারিখঃ ১৮ এপ্রিল ২০১৯।
- বিজয়ী ঘোষণাঃ ২৫ এপ্রিল ২০১৯।
No comments