সকল স্মার্টফোনে "বিজয়" ফন্টের বাংলা

স্মার্টফোনের ব্যবহার শুধু বিনোদনের জন্যই এখন আর সীমাবদ্ধ নয়। দিনে দিনে এর ব্যবহার ও প্রয়োজনীয়তা বিনোদন থেকে শুরু করে অফিস কক্ষ পর্যন্ত চলে এসেছে। ব্যাবসায় থেকে শুরু করে জব,সকল ক্ষেত্রেই এখন ডকুমেন্টস আদান প্রদান হয়ে থাকে।

এসকল ডকুমেন্টস গুলো থাকে বিভিন্ন ফরম্যাটে ও ভাষায়। বিশেষ করে বাংলা ফন্টগুলো অনেক সময় আমাদের ফোনে সমর্থন না করায় অনেক ভোগান্তি পোহাতে হয়। আর সবচেয়ে বেশি বেগ পেতে হয় "বিজয়" ফন্টে লেখা ডকুমেন্টস গুলোতে। আর সেই ভোগান্তি থেকে বাঁচতে আমরা বিভিন্ন এপস ব্যবহার করে থাকি কিন্তু আশানুরূপ ফল আমরা পাইনা। 





চলুন দেখে নেই কিভাবে বিজয় ফন্টে লেখা সকল ডকুমেন্টস আমাদের স্মার্টফোনে সমর্থন করবে।
  1. প্রথমেই প্লে-স্টোরে দিয়ে  Wps Office+PDF এপটি ইন্সটল করে নিন।
  2. My Files ওপেন করুন > Option > Settings > Show Hidden Files এ টিক দিন।
  3. লিংকে দেয়া ফাইল গুলো ডাউনলোড করে নিচের নিয়ম অনুযায়ী .fonts ফোল্ডারে রাখুন।
( i. e : প্রথমে My Files ওপেন করুন > Device Storage > Android > Data > cn.wps.moffice_eng > .cache > KingsoftOffice > .fonts এই ফোল্ডারে ডাউনলোড করা ফন্ট ফাইলগুলো পেস্ট করে দিন। )

এবার আপনার ডিভাইসটি রিস্টার্ট করুন এবং বিজয়ে লেখা যেকোনো ডকুমেন্ট ফাইল ওপেন করে দেখুন।




ধন্যবাদ

1 comment:

Powered by Blogger.