"Short Code" এ SMS send না হলে করনীয়
"Short Code" এ SMS send না হলে করনীয়।
🎷 অনেক সময় আমরা একটা সমস্যা দেখি যে short code এ SMS send হয় না (যেমন 2010, 6969, 2888, 6222 ইত্যাদি) । Massage could not be send বা Failed লেখা আসে।
এটার জন্য প্রথমে Application Manager এ যেতে হবে ,তারপর উপরে ডান পাশে MORE এ ক্লিক করে " Show system apps" এ যেতে হবে। তারপর ওখানে নিচের দিকে "Message service" নামে apps ওপেন করে " Send premium SMS " এ ক্লিক করে "Always allow " করে দিতে হবে ( যদি Never allow করা থাকে)।
আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।
No comments