আউটগোয়িং কল রিসিভে,এলার্ট হবে ভাইব্রেশনে

অনেক সময় এমন হয় যে আপনার পকেট বা ব্যাগ থেকে কোনো ভাবে কোনো নাম্বারে কল চলে যায় এবং ঐ প্রান্তে কল রিসিভ করে কথা বলতে থাকে কিন্তু আপনি জানেন ই না। পরে আপনার নাম্বারে কল দিয়ে আপনাকে বলা হয় কেন আপনি কল করে কথা বলছেন না। আপনি তো অবাক হয়ে যান। এমন হয়নি এমন খুব কমই পাওয়া যাবে।

অথবা এমন হয় যে আপনি নিজেই কাউকে কল দিয়েছেন কিন্তু ফোনের দিকে তাকিয়ে বা ফোনটি কানে রেখে অপর প্রান্তের কল রিসিভ করার আগ মুহূর্ত পর্যন্ত আপনি অন্য একটি কাজ করছেন,ঠিক তখনই কল রিসিভ করে অপর প্রান্তে কথা বলে যাচ্ছে। আর আপনিও একটি বিব্রতকর অবস্থায় পড়ে গেলেন😢


যেটাই হোক না কেন খুবই লজ্জাজনক একটা মুহূর্ত তৈরি হয় যা আমরা কখনও আশা করিনা। 
ঠিক এমন পরিস্থিতিতে আপনি যেন বুঝতে পারেন আপনার ফোন থেকে যাওয়া কলটি ওই প্রান্তে রিসিভ করেছে এবং আপনিও নোটিফাইড হন যে কলটি রিসিভ হয়েছে তার জন্য আপনাকে একটি কাজ করতে হবে আর তা হলো "Vibrate When Answered" এই অপশনটি চালু করে রাখা। যার ফলে কল রিসিভ করার সাথে সাথেই আপনার ফোনে ভাইব্রেট হবে এবং আপনাকে আর বিব্রতকর অবস্থায় পড়তে হবে না।

কিভাবে করবেন এই কাজটি🤔🤔🤔🤔

খুব সহজেই কয়েকটি ধাপ অনুসরণ করেই চালু করতে পারবেন স্মার্ট এই অপশনটি। চলুন এখনই আমাদের ফোনে এই স্মার্ট অপশনটি ধাপে ধাপে অন করি।

Dial pad > Call settings > Call alert & Ringtones > Vibrate when answered > On/Tap on icon.
এইতো হয়ে গেল।
ব্র্যান্ড ও অপারেটিং সিস্টেম অনুযায়ী কিছুটা পার্থক্য থাকবে*

*Condition Apply

2 comments:

Powered by Blogger.