স্যামসাং ফোনে অটো কল রেকর্ড



স্মার্টফোনের ব্যবহার দিন দিন আরও বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন এপ্লিকেশন এর প্ৰয়োজনীয়তা। বিভিন্ন প্রয়োজনে প্রমাণ স্বরূপ কিংবা গুরুত্বপূর্ণ কিছু কথা পুনরায় শুনার প্রয়োজন দেখা দেয়। তখনই দরকার হয় একটি কল রেকর্ডার এর।

স্মার্টফোনের এই যুগে ফোনের কল রেকর্ডের নানা অ‍্যাপ্লিকেশন আছে। তবে ডিফল্টভাবে ফিচারটি অনেক ফোনেই থাকে। বর্তমান সময়ের জনপ্রিয় ব্র্যান্ড শাওমির ডিভাইসগুলোতেও ডিফল্ট কল রেকর্ড সুবিধা রয়েছে।


তবে এর জন্য রেকর্ড করার কৌশলটি জানতে হবে। কীভাবে কোন থার্ডপার্টি সফটওয়‍্যার ইন্সটল না করেই Samsung ফোন থেকে কল রেকর্ড করবেন তা দেখিয়ে দেয়া হলো।

প্রথমে Samsung ফোনের ফোন আইকন টি ট্যাপ করতে হবে। এরপর নতুন একটি পেইজ চালু হবে।



এরপর ওই পেজের উপরে তিনটি ডট বাটনে ট্যাপ করতে হবে, ট্যাপ করলেই এই পেজ টি আসবে যেখানে 'Settings' এ ট্যাপ করতে হবে।




এরপর দেখা যাবে ‘Record calls’ অপশন। সেটা ট্যাপ করলেই পাবেন 'Auto record calls' অপশন। এনাবল করে দিন।


যদি আপনি কল রেকর্ড করার সময় নোটিফিকেশন অপশনটি চালু রাখতে চান থাকতে তাহলে উপরে থাকা ‘Notification’ অপশনটি অন করতে হবে।


তাছাড়া কোন কোন কল আপনি রেকর্ড করতে চান বা চান না সেটাও 'Auto record calls' অপশনে গিয়ে সেট করে দিতে পারবেন।


এইতো হয়ে গেল। এখন থেকে কোন জরুরি কল এর কথোপকথন পুনরায় শুনতে আর বেগ পেতে হবে না।



*All A series.

24 comments:

  1. Amar স্যামসাং a7 মোবাইলে autocall racoding opt নাই আমি কি করতে পারি plz জানাবেন

    ReplyDelete
    Replies
    1. Apnar phone ti ki desher bahire theke ana?
      Jodi tai hoy tahole onk phone e ai built in call recorder er problem ta face korte hoy.
      Jodi ta na hoy tahole aktu wait koren update asar porjonto
      Thanks for satying with us.

      Delete
    2. আমার স্যামসাং a30 ফোনে রেকর্ড অপশন নাই,কি কারণ এটার বলতে পারেবন প্লিজ

      Delete
  2. অপর প্রান্তের সাউন্ড খুবই ক্ষীণ। শোনা যায় না বললেই চলে। এর কোন সমাধান আছে কি?

    ReplyDelete
  3. Samsung a51 কিভাবে করবো

    ReplyDelete
  4. আমার galaxy S10 এ autocalls record option টা নাই।আমি কি করতে পারি?

    ReplyDelete
  5. We fix your Vivo charging port repair at your convenience Onsite Vivo Charging Jack replacement at your Doorstep. All our phone Charging Jack repairs comes with 6 months warranty, same day service and 7 day money-back guarantee. We use genuine parts and offer discounted prices
    Vivo charging port repair
    iphone service center
    OPPO battery repair
    iphone screen repair
    Oneplus Service Center in Hsr Layout
    Oppo Service Center in Bellandur
    Apple iphone Service Center in Koramangala

    ReplyDelete
  6. আমার Samsung galaxy A7 2018 মোবাইলে অটো call racerda হয়না please help me

    ReplyDelete
  7. M20 সেটে কল রেকর্ড করা যাচ্ছেনা কেন?

    ReplyDelete
  8. Mi Note 8 pro তে হচ্ছেনা কেন??

    ReplyDelete
  9. আমার স্যামসাং A30S কল রেকর্ড সিস্টেম নাই
    কি করনীয়

    ReplyDelete
  10. আমার মোবাইলের এই অপশনটা নেই তাহলে আমি কিভাবে অন করবো? আমার মোবাইল সামসাং এ ৫০।

    ReplyDelete
  11. আমার Samsung a10s কিন্তু সেখানে রেকর্ড অপশন নেই,,কিছু কি করতে পারবো আমি?

    ReplyDelete
  12. I like this post,And I guess that they having fun to read this post,they shall take a good site to make a information,thanks for sharing it to me. Smartphone Price In Bangladesh

    ReplyDelete
  13. আমার এ৫০ ফোনটি মালোয়েশিয়ান। এইটাতে বিল্ট-ইন কল রেকর্ডিং নাই এবং থার্ড পার্টি কল রের্ডার দিয়েও কল রেকর্ড করতে পারছি না। আমি কিভাবে কল রেকর্ড করতে পারব জানালে উপকৃত হতাম।

    ReplyDelete
  14. A32 মোবাইলে কল রেকর্ডের অপশন নাই। কি করা যায়??

    ReplyDelete
    Replies
    1. আপনার ফোন কি দেশের বাহিরে থেকে আনা হয়েছে নাকি ?

      Delete
  15. A20s এই অপশন টি নাই কি করা ষায়

    ReplyDelete
  16. আপনার ফোনটি কি দেশের বাহিরে থেকে কেনা হয়েছে?

    ReplyDelete

Powered by Blogger.