শাওমি ফোনে কল রেকর্ড


স্মার্টফোনের ব্যবহার দিন দিন আরও বাড়ছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিভিন্ন এপ্লিকেশন এর প্ৰয়োজনীয়তা। বিভিন্ন প্রয়োজনে প্রমাণ স্বরূপ কিংবা গুরুত্বপূর্ণ কিছু কথা পুনরায় শুনার প্রয়োজন দেখা দেয়। তখনই দরকার হয় একটি কল রেকর্ডার এর।

স্মার্টফোনের এই যুগে ফোনের কল রেকর্ডের নানা অ‍্যাপ্লিকেশন আছে। তবে ডিফল্টভাবে ফিচারটি অনেক ফোনেই থাকে। বর্তমান সময়ের জনপ্রিয় ব্র্যান্ড শাওমির ডিভাইসগুলোতেও ডিফল্ট কল রেকর্ড সুবিধা রয়েছে।


তবে এর জন্য রেকর্ড করার কৌশলটি জানতে হবে। কীভাবে কোন থার্ডপার্টি সফটওয়‍্যার ইন্সটল না করেই শাওমি ফোন থেকে কল রেকর্ড করবেন তা দেখিয়ে দেয়া হলো।

প্রথমে শাওমি ফোনের সেটিংস অপশনে যেতে হবে।

এরপর System Apps থেকে স্ক্রল করে নিচের দিকে থাকা "call settings" অপশনটিতে ক্লিক করতে হবে।




তাহলে নতুন একটি পেইজ চালু হবে সেখান থেকে ‘call recording’ অপশনে যেতে হবে।




এরপর দেখা যাবে ‘record calls automatically’ অপশন। সেটা অন করে দিতে হবে।

যদি আপনি কল রেকর্ড করার সময় নোটিফিকেশন অপশনটি চালু রাখতে চান থাকতে তাহলে উপরে থাকা ‘call recoding notification’ অপশনটি অন করতে হবে।


তাছাড়া কোন কোন কল আপনি রেকর্ড করতে চান বা চান না সেটাও নীচের অপশনে গিয়ে সেট করে দিতে পারবেন।





এইতো হয়ে গেল। এখন থেকে আর কোন জরুরি কল এর কথোপকথন পুনরায় শুনতে আর বেগ পেতে হবে না।


No comments

Powered by Blogger.